Dear SSC SSC exam candidates brothers and sisters, Welcome Back to Lekhapora BD with another ssc question paper solution 2022. You already know that Your SSC Exam 2022 has started from 15th September 2022. We also Solved SSC bangla 1st paper question 2022 on that day. SSC Bangla 2nd paper Exam will be SSC Bangla 2nd Paper Exam date is 17th September 2022. So, Now we are going to SSC Bangla 2nd Paper Question Solution 2022. SSC Bangla 2nd Paper MCQ Question Solution 2022 will be Solved as soon as possible after the exam is completed. You can download SSC Bangla 2nd paper MCQ Question & answer 2022 all Board from here.
SSC Bangla 2nd Paper Question Solution 2022 pdf Download
SSC Bangla 2nd paper question solution 2022 Dhaka Board
Dhaka Board Bangla 2nd Paper Ans Has been Given Below:
১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?
উত্তরঃ (ক) চার
২। ‘চিক চিক করে বালি কোথা নাই কাদা’— এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ-রূপে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ (খ) ক্রিয়া বিশেষণ
৩। পূরণবাচক সংখ্যা কোনটি?
উত্তরঃ (ঘ) দশম
৪। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন ভাষার?
উত্তরঃ (গ) ফারসি
৫। ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ (ঘ) বহুব্রীহি
৬। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক?
উত্তরঃ (ক) পাটি
৭। বাংলা উপসর্গ মােট কতটি?
উত্তরঃ (ঘ) ২১টি
৮। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ (গ) মনমাঝি
৯। আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? — এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ (ঘ) অপাদানে সপ্তমী
১০। কৃৎ প্রত্যয়–সাধিত পদকে কী বলে?
উত্তরঃ (গ) কৃদন্ত পদ
১১। ‘ডাক্তার ডাক’। বাক্যে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ (ক) কর্মে শূন্য
১২। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?
উত্তরঃ (গ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি।
১৩। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?
উত্তরঃ (ক) তিনটি
১৪। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ (গ) অর্থের কু প্রভাব
১৫। ‘বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।’ এটি কোন বাচ্যের উদাহরণ?
উত্তরঃ (ঘ) কর্মবাচ্য
১৬। উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ–সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?
উত্তরঃ (গ) সর্বনাম
১৭। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
উত্তরঃ (খ) ধ্বনি বিপর্যয়
১৮। ওষ্ঠ ধ্বনি কোনগুলাে?
উত্তরঃ (গ) প ফ ব ভ ম
১৯। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?
উত্তরঃ (খ) একাদশ
২০। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটো কী কী?
উত্তরঃ (খ) ঐ ঔ
২১। উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কী বলে?
উত্তরঃ (ক) বিপ্রকর্ষ
২২। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?
উত্তরঃ (গ) সন্ধি
২৩। রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি?
উত্তরঃ (ক) সন্দেশ
২৪। ‘তার মঙ্গল হোক।’ বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে?
উত্তরঃ (ক) আকাঙ্ক্ষা
২৫। হাট–বাজার কোন শব্দ যােগে সাধিত দ্বন্দ্ব সমাস?
উত্তরঃ (খ) সমার্থক
২৬। বিশেষ্য পদ কত প্রকার?
উত্তরঃ (গ) ছয়
২৭। ‘সীমার মাঝে অসীম তুমি।’ বাক্যে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?
উত্তরঃ (খ) মধ্যে
২৮। বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
উত্তরঃ (ঘ) পদ
২৯। অনুসর্গ কোনগুলো?
উত্তরঃ (ক) অবধি, হেতু
৩০। বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?
উত্তরঃ (খ) ডিঙা
SSC Bangla 2nd paper question solution 2022 Chittagong Board
SSC Bangla 2nd paper question solution 2022 Rajshahi Board
SSC Bangla 2nd paper question solution 2022 Jessore Board
SSC Bangla 2nd paper question solution 2022 Barisal Board
SSC Bangla 2nd paper question solution 2022 Sylhet Board
SSC Bangla 2nd paper question solution 2022 Comilla Board
SSC Bangla 2nd paper question solution 2022 Mymensingh Board
Conclusion
In addition, we Try to answer all Board SSC Questions Answers 2022 quickly. But, We Need some time to collect all the Education Board’s Question paper After completing the Exam. As Soon as we get the question paper in Hand we will upload the question paper and start the Solution consistently. So Allow us some time & Visit this page repetitively so Get Your Board’s 100% Correct Answer. We Always Try to Provide 100% Correct answers but if you find any incorrect answer feel free to comment. We will obviously update the answer again.